ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপিকর্মীদের দমন-পীড়ন করছে সরকার’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
‘বিএনপিকর্মীদের দমন-পীড়ন করছে সরকার’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি জেনেই বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার।

তিনি বলেন, ‘এর আগে যে সিটি নির্বাচন হয়েছে।

সেই নির্বাচনে গণতন্ত্রের লেশমাত্র ছিলো না। এখনও আমরা নীল নকশার একটা নির্বাচনে যাচ্ছি। কারণ একটাই দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে আনতে হবে।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘পৌরসভা নির্বাচন- ২০১৫ ও বাংলাদেশের গণতন্ত্রে ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পৌর নির্বাচনের ইশতেহার ঘোষণা করার পরও সারাদেশ বিএনপির ১০ হাজার নেতকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রই নেই, আবার এর ভবিষ্যত কী হতে পারে? যা আছে তা গণতন্ত্রের ফ্যাসাদ। ’

সরকারের একদলীয় শাসন চলছে, মুক্তচিন্তা নেই। জীবন রক্ষার নিরাপত্তাটুকুও নেই বলে মন্তব্য করেন ফখরুল।

সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার আ ন হ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জ‍ামান দুদু, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন ব্যাপারি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।