ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার হাসানুজ্জামান পারভেজ

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজকে (৪৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৪ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বাগেরহাট আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে ডিবি পুলিশ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বাংলানিউজকে বলেন, গত ১০ ডিসেম্বর এলজিইডি’র শরণখোলা উপজেলা প্রকৌশলী রুহুল ইসলামের কার্যালয়ে গিয়ে ঠিকাদারি কাজের বিল চেয়ে না পেয়ে ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ তাকে মারধর করেন ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ১২ ডিসেম্বর ওই প্রকৌশলী শরণখোলা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেন।

ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।