ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির বিজয় র‌্যালি শুরু

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিএনপির বিজয় র‌্যালি শুরু ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় র‌্যালি শুরু হয়েছে। বুধবার (ডিসেম্বর ১৬) বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিজয় মিছিল।

এদিকে বিজয়র‌্যালিতে যোগ দিতে দুপুর থেকেই নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিজয় ৠালির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মো. শাহজাহান সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিজয় র‌্যালিতে অংশ নেন। ৠালিটি মালিবাগ ঘুরে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হবে।  

ৠালি উদ্বোধনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিজয়ের ৪৪ বছর পরও দেশের মানুষ অধিকারের জন্য লড়ছে। দেশে আজও গণতন্ত্র নেই। দেশে এখনও গুম হয়। তিনি বিজয় দিবসে দলের নেতাকর্মী সহ দেশের সাধারণ মানুষের প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।