ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে মানবাধিকার হারানো মানুষের হাহাকার চলছে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
দেশে মানবাধিকার হারানো মানুষের হাহাকার চলছে ছবি: সংগৃহীত

ঢাকা: রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে এখন নিরাপত্তাহীনতা, সামাজিক অসন্তোষ ও মানবাধিকার হারানো মানুষের হাহাকার চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে রমনা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এক প্রেস বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।

তিনি বলেন, বর্তমান সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের দিকে না তাকিয়ে চিরকাল ক্ষমতায় থাকার মোহে প্রতিবাদী মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।

সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য ও রমনা থানা আমির ড. মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও থানা জামায়াতের সেক্রেটারি আবু জিসামের পরিচালনায় বক্তব্য রাখেন থানা নায়েবে আমির ড. আহসান হাবিব, থানা কর্মপরিষদ সদস্য  মু. আতাউর রহমান সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।