ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে ব্যানার ছেড়ায় যুবলীগ কর্মীকে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
না’গঞ্জে ব্যানার ছেড়ায় যুবলীগ কর্মীকে জখম

ঢাকা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজনীতিক ব্যানার ছেড়ার প্রতিবাদ করায় যুবলীগ কর্মী জাকির হোসেনকে (২৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর ‌আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শনিবার (১৯ডিসেম্বর) বিকেলে উপজেলার পাঁচরুখী ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, পাঁচরুখী ঘোষপাড়ায় স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর ছবি ও যুবলীগ কর্মী জাকিকের ছবি সম্বলিত একটি ব্যানার টাঙানো ছিল। শুক্রবার বিকেলে বিকেলে একই  এলাকার সাত্তার, গাফ্ফার মিলে কয়েকজন ব্যানারটি ছিড়ে ফেলে।

এ ঘটনায় প্রতিবাদ করলে তাদের সঙ্গে জাকিরের হাতা-হাতি হয়। এ ঘটনার জের ধরে  শনিবার বিকেলে গাফ্ফার,ছাত্তার ও তাদের আত্মীয় স্বজনরা জাকিরের বাড়িতে হামলা চালায়। সেখানে জাকিরকে একা পেয়ে এলোপাথারি কুপিয়ে ও হাত-পা ভেঙ্গে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখে যায়।

পরে প্রতিবেশিরা জাকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত জাকির পাঁচরুখী ঘোষপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।