ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

জোটগত প্রচার-প্রচারণা চালাবে ২০ দল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
জোটগত প্রচার-প্রচারণা চালাবে ২০ দল

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল জোটগতভাবে প্রচার-প্রচারণা চালাবে।

২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে। জোটের সমন্বয়ক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত জানান মির্জা ফখরুল। তিনি জানান, বৈঠকে পৌর নির্বাচনে ২০ দলীয় জোটগতভাবে প্রচার-প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জামায়াতের প্রার্থীদের পক্ষে জোট নেতারা প্রচারণা চালাবেন কি-না, এ প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে ফখরুল বলেন, স্থানীয়ভাবে কিছু কিছু বিষয়ে সমস্যা আছে। সেগুলোর সমাধান স্থানীয়ভাবেই করা হবে।  
 
ইতোমধ্যে রংপুর-দিনাজপুরে ঐক্যবদ্ধভাবে ২০ দলীয় জোট প্রচারণা শুরু করেছে বলে জানান ফখরুল।

ব্রিফিংয়ে মির্জা ফখরুল সরকার যেন নির্বাচনে হস্তক্ষেপ না করে, নির্বাচন কমিশন যেন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে এবং নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ জোটের নেতাকর্মীদের গ্রেফতার না করার দাবি জানান।

তিনি বলেন, গণতন্ত্র আজ সবচেয়ে বিপদগ্রস্ত। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেরই অংশ।

নির্বাচন কমিশন সম্পর্কে ফখরুল বলেন, অতীতের কর্মকাণ্ডে তাদের ওপর আস্থা রাখা কঠিন। এখনও নির্বাচন কমিশন অযোগ্যতার প্রমাণ দিচ্ছে। সরকারি দলের মন্ত্রী-এমপিরা তাদের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

তিনি বলেন, যদি ভোট দেওয়ার পরিবেশ থাকে, সরকার হস্তক্ষেপ না করে এবং সাধারণ ভোটাররা ভোট দিতে পারেন, তাহলে পৌর নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে।
 
নির্বাচন কমিশনকে তাদের ব্যর্থতা ঢাকতে অবাধ সুষ্ঠু নির্বাচন করার আহ্বানও জানান তিনি।

মির্জা ফখরুল জানান, নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারি দলের মন্ত্রী-এমপিদের প্রচারণা বন্ধের দাবিতে দু’একদিনের মধ্যেই বিএনপি নেতৃত্বাধীন জোটের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে।  
 
বৈঠকে  উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মহিউদ্দিন একরাম, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহাম্মেদ, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, মুসলীম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিজেপির মহাসচিব আব্দুল মতিন, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা ও  ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।

তবে বৈঠকে জামায়াতের কোনো প্রতিনিধি উপস্থিত হননি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমএম/আরএম/এএসআর

** ‘নির্বাচনে যেন সরকারি হস্তক্ষেপ না হয়’
** ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।