ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

নড়াইল: নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছেন মুক্তিযোদ্ধা পরিবারের এক সন্তান।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নড়াগাতী থানার চাঁপাইল গ্রামের মো. ইউসুফ ফারুকীর ছেলে মো. রায়হান ফারুকী (ইমাম) সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।



মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বিচারক মো. জাকারিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেছিলেন স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন কিন্তু প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছিলেন তা নিয়ে বিতর্ক আছে।

এছাড়া তিনি একই সমাবেশে শেখ মুজিবুরের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে বলেন, তিনি স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।

উপরোক্ত এ বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ও পত্রিকায় আসায় তিনি ক্ষুব্দ হয়ে মামলাটি করেছেন।

মামলায় সাক্ষী হয়েছেন তিনজন। আগামী ফেব্রুয়ারি মাসের ২ তারিখ এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।