ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসির বিরুদ্ধে বিমাতা সুলভ আচরণের অভিযোগ আ’লীগের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ইসির বিরুদ্ধে বিমাতা সুলভ আচরণের অভিযোগ আ’লীগের মাহবুবুল আলম হানিফ

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিমাতা সুলভ আচরণের অভিযোগ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
 
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।



এর আগে তার নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।
 
এরপর তিনি সাংবাদিকদের বলেন, পৌরসভা নির্বাচন দলীয়ভাবে হচ্ছে বিধায় মানুষের মধ্যে আগ্রহ আছে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা আশা করেছিলাম।

কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি জায়গায় দলীয় নেতাকর্মীদের ওপর আঘাত এসেছে। কিছু কিছু জায়গায় বিমাতা সুলভ আচরণ করছে ইসি।
 
তিনি বলেন, বিএনপির সংসদে নেই। তাই স্বাভাবিক কারণেই তাদের প্রতি সদয় আচরণ করছে ইসি। কিন্তু এটা করতে গিয়ে ইসি আমাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করবে এমন প্রত্যাশিত ছিলো না।
 
এ সময় অন্যদের মধ্যে দলটির নেতা ড. আব্দুর রাজ্জাক, আব্দুস সোবাহান গোলাপ, বদিউজ্জামান ভূইয়া ডাবলু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।