ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৭৪ কেন্দ্রে অনিয়মের অভিযোগ জাপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
১৭৪ কেন্দ্রে অনিয়মের অভিযোগ জাপার

ঢাকা: বিএনপি ও আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টিও (জাপা) এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। দলটির অভিযোগ, ২৫টি পৌরসভার ১৭৪টি ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে।



বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া একটি লিখিত অভিযোগ ইসি’র সচিব সিরাজুল ইসলামের দফতরে জমা দেন।

এরপর তিনি সাংবাদিকদের বলেন, সারাদেশে ২৩৪ নির্বাচনী পৌরসভার মধ্যে ৭৪টিতে মেয়র প্রার্থী দিয়েছে জাপা। এর মধ্যে ২৫টি পৌরসভার ১৭৪টি কেন্দ্রে তাদের প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ ব্যালটে সিল মারা হয়েছে। এসব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীরা ‘ভোটডাকাতি’, কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের নেতা সাইদুর রহমান টেপা ও ফখরুল ইমাম।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।