ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মহাখালী থেকে দূরপাল্লার বাস চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
মহাখালী থেকে দূরপাল্লার বাস চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহাখালী থেকে: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।  

মহাখালী বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জানান, অন্যান্য দিনের মতো দূরপাল্লার বাসসহ আশপাশের জেলায় বাস চলাচল করছে।

পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী ভোরে কিছুটা কম ছিল, এখন বাড়ছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, কাপাশিয়া, ভৈরব, ময়মনসিংহ, রংপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের উদ্দেশে গাড়ি ছেড়ে গেছে।

মহাখালী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানালেন বনানী থানার ইন্সপেক্টর (অপারেশন) শেখ নাজমুল হক।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬  
একে/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।