ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে খালেদা জিয়ার বিচার দাবিতে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
কিশোরগঞ্জে খালেদা জিয়ার বিচার দাবিতে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নূরুল ইসলাম নূরু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের মন্তব্যে মুক্তিযোদ্ধারা ও শহীদদের পরিবারের সদস্যরা আহত হয়েছেন। তাদের এ বিরূপ মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্রকে বিচারের আওতায় আনতে সরকারের কাছে জোর  দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।