ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৫ জানুয়ারির নির্বাচন না মানলে স্থানীয়তে কেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
৫ জানুয়ারির নির্বাচন না মানলে স্থানীয়তে কেন ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: '২০১৪ এর ৫ জানুয়ারির নির্বাচন না মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিলেন কেন?’ বিএনপির প্রতি এ প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

বুধবার (৬ জানুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালায় 'বিএনপি জামায়াতের বর্বরোচিত তাণ্ডব ও অগ্নি সন্ত্রাসের তথ্য চিত্র প্রদর্শন' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ।
প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, বিএনপি গণতন্ত্র হত্যা দিবস বললেও ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা পেয়েছে। গণতান্ত্রিকভভাবেই দেশ এখন এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারির পর বিএনপি-জামায়াত দেশজুড়ে পৈশাচিক নির্যাতন শুরু করে। যার বলি হয়েছে নিরীহ জনসাধারণ। তাদের কাছে দেশ নয়, ক্ষমতাই আসল। যার জন্য তারা নিরীহ মানুষকে পুড়িয়ে মারতেও দ্বিধা করে না।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, পৌর নির্বাচনসহ স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী অংশ নিয়ে জয়লাভও করেছে, তবুও তারা বলছে কারচুপির কথা। যদি তাই হয় তাহলে আপনাদের প্রার্থী জয়লাভ করলো কীভাবে?

আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির আক্রোশ বাংলার জনগণ কেন ভালো থাকবে? দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যখাত যখন এগিয়ে যাচ্ছে তখন তারা দেশবিরোধী কর্মকাণ্ডে ব্যস্ত। বিশ্বের মানুষ এ সরকারের উন্নতি স্বীকার করলেও বিএনপি জামায়াত গোষ্ঠী করে না।

সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেন, খালেদা জিয়া আমেরিকার একটি পত্রিকায় এক নিবন্ধে  বাংলাদেশকে বানিজ্যিক সুবিধা বন্ধের জন্য বলেছেন। তার কাছে ক্ষমতাই আসল। দেশের স্বার্থের মূল্য নেই।

অনুষ্ঠানটির পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধ চলাকালীন বর্বরোচিত নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।