ঢাকা: বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে গণহত্যা এবং ধর্ষণের দায়ে আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বুধবার (০৬ জানুয়ারি) পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।
সিপিবি নেতারা বলেন, একাত্তরে মানবতার বিরুদ্ধে সংগঠিত জঘণ্য অপরাধের জন্য যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির দণ্ডই স্বাভাবিক ও প্রত্যাশিত। নিজামীর ফাঁসির দণ্ড উচ্চ আদালতে বহাল থাকায় সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও সন্তোষ প্রকাশ করছি। এ রায় ন্যায়বিচারের পক্ষে। রায়ের মধ্য দিয়ে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।
নেতারা বিবৃতিতে, আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আইএ