ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সব বেঈমান, মীর জাফর-স্বৈরাচার এক হয়েছে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
সব বেঈমান, মীর জাফর-স্বৈরাচার এক হয়েছে কর্নেল (অব.) অলি আহমদ

ঢাকা: দেশে শাসন ক্ষমতায় এখন সব বেঈমান, মীর জাফর-স্বৈরাচার এক হয়েছেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

বুধবার (০৬ জানুয়ারি) এলডিপির চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



কর্নেল অলি বলেন, বাংলাদেশের সব বেঈমান, মীর জাফর ও স্বৈরাচার এখন এক হয়েছেন। বেঈমানের হাতে দেশের মানুষ আজ বন্দি। মানুষের সাংবিধানিক অধিকার ভুলুণ্ঠিত।

তিনি বলেন, দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। তাই বাংলাদেশের মাটি থেকে সব বেঈমানদের বিদায় নিতেই হবে।

সাধারণ জনগণকে জিম্মি করে কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না, অতীতেও কেউ পারেনি, বর্তমানেও পারবে না বলে আরও মন্তব্য করেন কর্নেল (অব.) অলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি এমএম খালেদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন টিটু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম রওনক, সালাহ উদ্দীন রাজ্জাক, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, তথ্য ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক সফিউল বারী রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ