ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের জনসভা শুরু, সভামঞ্চে প্রধানমন্ত্রী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আওয়ামী লীগের জনসভা শুরু, সভামঞ্চে প্রধানমন্ত্রী ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে।

এরইমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন জনসভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়।

তবে বেলা আড়াইটা থেকেই সভামঞ্চে আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছান বিকেল সোয়া ৩টার দিকে।

তখন  স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও রয়েছেন।

এদিকে জনসভায় যোগ দিতে দুপুর থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন হাজার হাজার নেতাকর্মী।

দুপুরের পরেই পুরো সোহরাওয়ার্দী উদ্যানসহ এর আশপাশের বিভিন্ন এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে  আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাস-মিনিবাস, ট্রাক ও মোটরসাইকেলে করে এখনও জনসভাস্থলে আসছেন।

তাদের কারও মাথায় লাল-সবুজের জাতীয় পতাকার রঙে ব্যান্ড কিংবা ফেস্টুন কিংবা মাথায় ফিতা বাধা থাকতে দেখা গেছে।

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব‍ুর রহমান।

রোববার, ১০ জানুয়ারি ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করে আওআমী লীগ। কিন্তু ওইদিন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থাকায় একদিন পিছিয়ে জনসভার আয়োজন করা হয়েছে।

এদিকে জনসভা উপলক্ষে বিকেল সাড়ে ৩টার পর থেকে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসকে/এমএ/

** সাভার ছেড়েছে সহস্রাধিক বাস-মিনিবাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।