ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হিমুসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি বাবলুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
হিমুসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি বাবলুর জিয়াউদ্দিন আহমেদ বাবলু / ফাইল ফটো

ঢাকা: জাতীয় ছাত্র সমাজের নেতা মিজানুর রহমান হিমুর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাজ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তিনি।



কেবল হিমুই নয়, দেশের সব হত্যাকাণ্ডের বিচার ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বাবলু বলেন, বিচারের নামে দীর্ঘসূত্রিতা কারও কাম্য নয়। গণতন্ত্রের অর্থ শুধু ভোটাধিকার নয়, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জাপার ছাত্রসংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, জাতীয় পার্টির শাহ-ই-আযম, সুলতান মাহমুদ, মনিরুল ইসলাম মিলন, আব্দুল হামিদ ভাষানী, সুজন দে এবং ছাত্র সমাজের মশিউর রহমান, সুলতান জিসান উদ্দিন প্রধান, মোড়ল জিয়াউর রহমান, আব্দুর রহমান রোহান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এফবি/আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।