ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার গতিরোধ করতে পারবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার গতিরোধ করতে পারবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যতদিন না বাঙালি জাতি তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে ততদিন পর্যন্ত কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার গতিরোধ করতে পারবে না।

মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।

কিন্তু আল্লাহতালার অসীম কৃপায় তিনি এখনও জীবিত।

শেখ হাসিনা প্রাণে বেঁচে যাওয়ায় বাঙালি জাতি আজ এতদূর আসতে সক্ষম হয়েছে। তার নেতৃতে বারবার সরকার গঠন হচ্ছে বলেই এ দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠির ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে তথ্য অফিস আয়োজিত সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে এখন আর কারো দিকে তাকিয়ে থাকতে হয় না। আজ আমরা স্বনির্ভর। নিজেদের অর্থে আমরা আমাদের বাজেট পেশ করতে পারছি। এবার জুন মাসে নিজেদের অর্থে তিন লাখ কোটি টাকার বাজেট পেশ করতে পারবো বলে আশা রাখছি। এ সময় তিনি বলেন, সারাদেশের মত দক্ষিণাঞ্চলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়া, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব, সাধারণ সম্পাদক অ্যাডভোট খান সাইফুল্লাহ পনির ও জেলা তথ্য কর্মকর্তা হাসিবুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।