ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বিদেশ যেতে বাধা নেই ফালুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৭, জানুয়ারি ১৯, ২০১৬
বিদেশ যেতে বাধা নেই ফালুর মোসাদ্দেক আলী ফালু

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু’র বিদেশ যেতে বাধা দেওয়াকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।



ফলে, ফালুর বিদেশ যেতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে ফালুর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।   

নাশকতার মামলায় দীর্ঘদিন কারাবন্দি থেকে ২০১৫ সালের ২৪ জুন জামিনে মুক্তি পান মোসাদ্দেক আলী ফালু। এরপর ২৭ জুন শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার উদ্দেশে শাহজালাল বিমানবন্দরে যান। সেখান থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে ফেরত পাঠায়।

এরপর হাইকোর্টে রিট করেন ফালু। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ডিসেম্বরে রুল জারি করেন।
 
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।