ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভাসানীকে বাদ দিয়ে ইতিহাস নির্মাণ সম্ভব নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
ভাসানীকে বাদ দিয়ে ইতিহাস নির্মাণ সম্ভব নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ম‍ওল‍ানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে ইতিহাস নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।
 
শুক্রবার (২২ জানুয়ারি) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।


 
মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মজলুম জননেতা মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ স্মরণ সভা আয়োজন করা হয়।
 
এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, রাষ্ট্রের সকল অর্জনের কৃতিত্ব এক ব্যক্তি ও এক দলকে দিতে গিয়ে ইতিহাস বিকৃতি করা হচ্ছে। বৃহৎ রাজনৈতিক দলগুলোর সুবিধাভোগী বুদ্ধিজীবীরা নিজের স্বার্থ হাছিলের লক্ষে ইতিহাস বিকৃত করছেন। তারা মওলানা ভাসানীকে বাদ দিয়েই ইতিহাস নির্মাণ করতে চান। কিন্ত তাকে বাদ দিয়ে ইতিহাস নির্মাণ সম্ভব না।
 
ঢাকা মহানগর ন্যাপের আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. কামাল ভুঁইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, মির্জা শেলী, নির্বাহী সদস্য মো. বেলাল হোসেন, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল-কাউছারী, জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
 
এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, ৪৭-এ পাকিস্তান প্রতিষ্ঠা, ৪৯-এ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা, ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্টের বিজয়, ৫৭ কাগমারী সম্মেলন, ৬৯ গণআন্দোলন, ৭০ নির্বাচন বর্জনের মধ্যদিয়ে স্বাধীনতার এক দফা ঘোষণা, স্বাধীনতা পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন ও ৭৬ সালে ফারাক্কা লংমার্চের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদের বীজ বপন করেছিলেন ভাসানী। আজ তাকে বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনা আর জাতীয়তাবাদের কথা বলে মুখে ফেনা তোলেন, তারা মূলত, আত্মপ্রবঞ্চক।
 
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এজেড/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।