ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
দিনাজপুরে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী কারাগারে

দিনাজপুর: ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত এক আনসার সদস্যকে হত্যা ও বিস্ফোরক মামলায় জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 
এর আগে, আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।
 
আসামিরা হলেন- পার্বতীপুর উপজেলা জামায়াতের নেতা নবির উদ্দিন, নাজেম উদ্দিন, কুদ্দুস আলী, মেহের আলী, জহুর আলী, শিবিরের আব্দুর রাজ্জাক, নাসিম হোসেন ও মোয়াজ্জেম হোসেন।
 
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হামিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী এক আনসার সদস্যকে হত্যা ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের পলাতক আট নেতাকর্মী আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।  
 
আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬   
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।