ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়

রাজশাহী: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাকরা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।



প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে অতীতের সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশে উন্নয়নের জোয়ার দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বিচক্ষণ জননেত্রীকে জনগণ আর হারাতে চায় না। তাই দেশের মানুষ আজ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিগত উপজেলা নির্বাচন তাই প্রমাণ করেছে।

ভবিষ্যতে যেনো কোনো অশুভশক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে, তা মোকাবেলা করতে ও দেশের কল্যাণে কাজ করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ভায়ালক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিকের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ভায়ালক্ষীপুর ইউনিয়ন আ‍াওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াদ আলী, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ফয়সাল ইসলাম বিপুল, বুধিরহাট কলেজ অধ্যক্ষ আলতাফ হোসেনসহ ইউনিয়নের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পৃথকভাবে ডাকরা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও মুংলী দাখিল মাদরাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন দুইটি প্রায় এক কোটি তেত্রিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে।

এছাড়া প্রতিমন্ত্রী কওমী মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

পরে বাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে আজিম স্মৃতি টিভি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।