ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জামায়াত ধ্বংস হলেও খালেদা জঙ্গি তৈরি করবেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
‘জামায়াত ধ্বংস হলেও খালেদা জঙ্গি তৈরি করবেন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জামায়াতকে নিষিদ্ধ করলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গি তৈরি করবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তথ্যমন্ত্রী ইনু বলেন, জামায়াতকে নিষিদ্ধ করলে ও জঙ্গিদের দমন করলেও বাংলাদেশ নিরাপদ হবে না। কারণ জামায়াত ধ্বংস হলেও আগুন সন্ত্রাসী খালেদা জিয়া ও তার দল বিএনপি দেশে আবারও জঙ্গি তৈরি করবে।

তিনি বলেন, খালেদা জিয়া ও বিএনপি দেশের রাজনীতিতে থাকবে কি-না? সে বিষয়ের মীমাংসা করতে হবে। দেশকে নিরাপদ করতে হলে আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে বিতাড়িত করতে হবে।

‘জাসদকে গণতন্ত্রের দল’ আখ্যা দিয়ে দলটির সভাপতি ইনু বলেন, জাসদ গণমানুষের দল। জাতির প্রয়োজনে জাসদ ঐক্যবদ্ধ হয়ে আবার গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে। গণবিরোধী শক্তির সঙ্গে জাসদ আপস করে না।

জাসদ ক্ষমতার ভাগ-বাটোয়ারায় বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, গত ৭ বছর ধরে সরকারের অংশ হলেও ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না জাসদ। আমরা ক্ষমতাকে দায়িত্ব ও কর্তব্য মনে করি। দুর্নীতি ও দলবাজির সঙ্গে আমরা কখনই আপোষ করিনি, ভবিষ্যতেও করবো না।

জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য (এমপি) শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক এমপি নাজমুল হক প্রধান, এমপি লুৎফা তাহের, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।

এ সময় অন্যদের মধ্যে জাসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান মোক্তাদির, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আবদুল্লাহ আল মামুন খান/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।