ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্ত ছাত্রদলের সাবেক নেতা খোকন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
জামিনে মুক্ত ছাত্রদলের সাবেক নেতা খোকন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন (৩৯)। রোববার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।



বিষয়টি বাংলানিউজকে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সায়রুল কবির খান।  

গত বছরের ১৫ জুন ভোরে ফরিদপুরে ৪০টি বোমাসহ খোকন ও তার দুই সহযোগীকে আটক করে র‌্যাব।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের তেতুলতলা ফুড ভিলেজ অ্যান্ড পার্টি প্যালেসের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত অন্য দু’জন হলেন, রাজধানীর গেণ্ডারিয়ার ছামসুল হক ভূঁইয়ার ছেলে মো. আলী ভূঁইয়া জনি (২৮) ও খুলনার সোনাডাঙ্গার শাহাবুদ্দীন গাজীর ছেলে মো. সোহাগ গাজী (২৭)।

র‌্যাব জানায়, নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যসহ ঢাকা যাওয়ার সময় ওই এলাকায় অপেক্ষা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল রাত তিনটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব আরও জানায়, রাজধানীর পল্টন থানা ও সত্রাপুর থানায় পৃথক দু’টি বিস্ফোরক মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামি খোকন। ২০১৪ সালের ৫ জানুয়ারি পলাতক আসামি সোহেল, নুর আলম, মাজেদুর, কালাম, রিয়াজ, রানা, রাকিব, তানভীরসহ আরও অনেকে মিলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালান বলে আটকের পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি।

উদ্ধার হওয়া মালামালসহ আটককৃতদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব। পরদিন ১৬ জুন ফরিদপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা খোকন সম্প্রতি সব মামলায় জামিন লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এমএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।