ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বরিশালে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী কারাগারে

বরিশাল: পৃথক তিন মামলায় বরিশালে বিএনপি ও জামায়াতের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলা আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



বরিশাল মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.  রফিকুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েত উল্ল্যাহ এ আদেশ দেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আওলাদ হোসেন, উজিরপুর উপজেলা জামায়াতের সাবেক আমির মো. মান্নান মাস্টার, বিএনপির কর্মী মহিউদ্দিন সেলিম, লিটন, আক্কেল আলী সরদার ও জুলফিকার বেপারী।

আদালত সূত্র জানায়, যুবদল নেতা আওলাদ অবরোধ চলাকালীন ২০১৫ সালের ১১ জানুয়ারি পুলিশ কর্মকর্তার গাড়িতে হামলা ও ৩ ফেব্রুয়ারি ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর মোড় এলাকায় ট্রাকে অগ্নিসংযোগে ঘটনায় মামলার আসামি।

অপর পাঁচজন ২০১৫ সালের ১৮ জানুয়ারি ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকে অগ্নিসংযোগ ও কিশোর হেলপার দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় মামলার আসামি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।