ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বিএম কলেজে ছাত্রলীগের ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বিএম কলেজে ছাত্রলীগের ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শ্রেণিকক্ষের জানালা-দরজা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

অস্থায়ী ছাত্র কর্মপরিষদের ক্রীড়া সম্পাদক ও ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্নাকে কুপিয়ে গুরুতর আহতের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে তারা এ ভাঙচুর চালায়।



প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্নার অনুসারীরা তার ওপর হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের সামনের সড়কে অবস্থান নেয়।

সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনের বৈদ্যুতিক বাতি ও কয়েকটি শ্রেণিকক্ষের দরজা ও জানালার গ্লাস ভাঙচুর করেন।

পরে ১২টার দিকে বিক্ষোভকারীরা ছাত্রসংসদ ভবনে হামলা চালাতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে ৩ জন আহত হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ।

বিএম কলেজের অধ্যক্ষ ইনামুল হাকিম বলেন, কলেজ একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে।

এদিকে, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।