ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাদক ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
মাদক ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাদকদ্রব্য উৎপাদক, আমদানিকারক ও সরবরাহকারীকে শাস্তির আওতায় আনতে আইন প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি করেন।



আয়োজক সংগঠনের ঢাকা মহানগরের আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির প্রিন্সিপাল মুহাম্মদ শোকাত হোসেন, মওলানা মুহাম্মদ রুহুল আমীন, কেন্দ্রীয় জয়েন্ট কমিটির সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, ঢাকা মহানগরের নায়েবে আমির মওলানা ফারুক আহমদ প্রমুখ।

বশীরুল হাসান বলেন, বর্তমানে সরকারি বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো সুফল আসছে না। কারণ মাদক আমদানি বন্ধে সরকারের কোনো পদক্ষেপ নেই।

তাই এখনই সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে মাদক উৎপাদক, আমদানিকারক ও সরবরাহকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইন প্রণয়ন করতে হবে।

বক্তারা বলেন, মাদক হচ্ছে সকল অপরাধের জন্য দায়ী। তাই মাদকমুক্ত দেশ গঠন না করতে পারলে সুস্থ জাতি গঠনও সম্ভব নয়।

এ সময় তারা ভারত ও মায়ানমার সীমান্তে মাদকদ্রব্য উৎপাদন ও সরবরাহ বন্ধে কূটনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।