ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানবতাবিরোধী অপরাধে খালেদা জিয়ার বিচার হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
মানবতাবিরোধী অপরাধে খালেদা জিয়ার বিচার হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: মানবতাবিরোধী অপরাধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



খালেদা জিয়াকে উদ্দেশে তিনি বলেন, বিচার থেকে বাঁচতে হলে দেশ ছেড়ে পালিয়ে যান। নয়তো আপনার বিচার অবশ্যই হবে।

পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে তিনি বলেন, এদেশের মাটিতে পাকিস্তানি দূতাবাস রাখা যাবে না। তারা এখানে বসে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করবে। তাদের এখানে থাকতে দেওয়া যাবে না।  

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান এমপি, ওবায়দুল মুক্তাধির চৌধুরী এমপি, সুজিত রায় নন্দী প্রমুখ।

পরে আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও রেলমন্ত্রী মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন শেখ সেলিম।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।