ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট বিএনপিতে আসছে নতুন নেতৃত্ব

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
সিলেট বিএনপিতে আসছে নতুন নেতৃত্ব

সিলেট: সিলেট বিএনপিতে আসছে নতুন নেতৃত্ব। রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর দরগাহ গেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে  দিনব্যাপী বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।



দিনব্যাপী ২ পর্বের সম্মেলনে ১৩২ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় আরো কয়েকজন নেতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সিলেটে বহুল প্রত্যাশিত সম্মেলনকে ঘিরে নেতাকর্মীর মধ্যেও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

তবে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য থাকলেও ভোটের ফলাফল তাৎক্ষণিক ঘোষণা করা হবে কিনা এ নিয়ে নেতাকর্মীর মধ্যে সংশয় দেখা দিয়েছে। এমন আশঙ্কা তৃণমূল নেতাকর্মীদের।

তবে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক বলেন, কেন্দ্র থেকে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে দলের কাউন্সিলররাই নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এ লক্ষে ইতিমধ্যে ১৩টি উপজেলা ও চারটি পৌরসভায় কাউন্সিল করে কমিটিও গঠন করা হয়েছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট বিএনপি আরো সুসংগঠিত হবে মনে করেন ২১ নং ওয়ার্ড বিএনপির সধারণ সম্পাদক সিটি কাউন্সিলর আব্দুর রকিব তুহিন।  

তিনি বলেন, দুর্দিনে যারা দলের নেতৃত্ব দিতে সক্ষম সে সরকম নেতৃত্ব চাই।

এছাড়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে সরাসরি সম্মেলন মনিটরিং করবেন- এমনটি জানিয়েছে দলীয় সূত্র।

সম্মেলনে জেলার ১৭টি এবং মহানগরের ২৭টি কমিটির ১৩২ জন কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

জেলা ও মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে শক্তিশালী প্রার্থীরা মূলত প্রয়াত বিএনপি নেতা সাইফুর রহমান ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর অনুসারী।

 দলীয় সূত্র জানায়,  জেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন—কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম ও জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি দিলদার হোসেন সেলিম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, আবদুল মান্নান ও অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী সাতজন। তারা হলেন- হাসান আহমদ পাটোয়ারি রিপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, আবদুল আহাদ খান জামাল, সিদ্দিকুর রহমান পাপলু, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, মইনুল হক ও মুজিবুর রহমান। এদের মধ্যে মইনুল হক শনিবার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মহানগর বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জ্বালালি পংকি।

সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের মহানগর আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)।

 সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়ে লড়ছেন- হুমায়ুন কবীর শাহিন, মিফতা সিদ্দীকী, এমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত সাদেক ও  হুমায়ুন আহমদ মাসুক।

এর আগে ২০০৯ সালে সিলেট জেলা ও মহানগর বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর  ২০১৪ সালের ১৪ আগস্ট জেলা ও মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।