ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জাতীয় পাটি এক ও অভিন্ন’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
‘জাতীয় পাটি এক ও অভিন্ন’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘জাতীয় পাটি এক, অভিন্ন। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই।

এক সাথে পথ চলে অভিন্ন লক্ষ্যে পৌঁছতে চাই’।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয় যুব সংহতি আয়োজিত পাটির কো-চেয়ারম্যান ও মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন জাতীয় পাটির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ।

এরশাদ বলেন, পৌরসভার মেয়র নির্বাচনে জাতীয় পাটি সারাদেশে মাত্র একটি পদ পেয়েছে। এটা খুবই লজ্জাজনক। যে দলটি নয় বছর ক্ষমতায় ছিল সে দলটি মাত্র একটি মেয়র পদ পাওয়ার কারণ, আজকে মানুষ মনে করছে এ দলটি সরকারের একটি অংশ। এ জন্যই সাধারণ মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

নতুন কো-চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা করার পর থেকে মানুষের মধ্যে একটি জাগরণের সৃষ্টি হয়েছে। সারাদেশের মানুষ আজ জাতীয় পাটিকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এরশাদ বলেন, একক নির্বাচনে আমরা অসংখ্য আসন পেয়েছি, কিন্তু জোটগত নির্বাচনে অংশ নিতে গিয়ে আমরা অনেক আসন হারিয়েছি এবং আসনের সংখ্যা আগের তুলনায় অনেক কমে এসেছে।

তিনি বলেন, দেশে যে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে মানুষ তা থেকে পরিত্রাণ চায়। জাতীয় পার্টিই পারেই জনগণের সে আকাঙ্ক্ষা পূরণ করতে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

আরো বক্তব্য রাখেন, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমএম/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।