ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পঞ্চগড়ে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের ফুলপাড়ায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।



জামায়াত-শিবিরের আটক নেতাকর্মীরা হলেন- পঞ্চগড় জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাশেম আলী (৫০), দেবীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জুয়েল (৩০), আটোয়ারী উপজেলা ছাত্র শিবিরের সহ-সভাপতি আশিক ইসলাম (২০) ও সাধারণ সম্পাদক আল মামুন (২০), বোদা উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল কাদের (২২) এবং শিবিরের সাথী সদস্য জিন্নাত আলী (২৫)।

পুলিশ জানায়, সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ফুলপাড়ায় জামায়াত নেতা হাশেম আলীর বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে হাশেম আলীসহ ওই ছয়জনকে আটক করে। এ সময় তাদের কাছে বিপুল সংখ্যক জিহাদি ও সাংগঠনিক বই, সিডি, ব্যানার, চাঁদা আদায়ের রশিদ, সদস্যদের তালিকা ও ভর্তি ফরম, একটি কম্পিউটার, দু’টি মোটরসাইকেল এবং ১১টি বাইসাইকেল জব্দ করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আটক ছয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬/আপডেট: ১৪০৮ ঘণ্টা
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।