ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দল আহ্বায়ককে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দল আহ্বায়ককে অব্যাহতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুল হক খানকে বিভিন্ন অভিযোগে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে অব্যাহতি দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডস্থ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে দলটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ৬০ সদস্য ওই আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে তাকে অব্যাহতি প্রদান করেন।  

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সাদেকুর রহমান সাদেক। দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য মোখলেছুর রহমান বকুল মাস্টারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শহর কৃষক দলের সভাপতি ইকবালুর রহমান ইকবাল, জেলা কৃষক দলের সদস্য গোলাম মোর্শেদ শাহীন, সিরাজুল ইসলাম ঢালী, আব্দুর রউফ, ত্রিশাল উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন, ভালুকা উপজেলার যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম বাদল প্রমুখ। সভায় সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোয়া ৩ বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারায় জরুরি সভায় জেলা কৃষক দল নেতা আব্দুল খালেক বলেন, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আজিজ একাই নেতা। কমিটির আর কেউ জানেন না কার কী পদ। এ সুযোগে তিনি কমিটি বাণিজ্য করে দলকে ধ্বংস করে দিচ্ছেন।

অ্যাডভোকেট আজিজের অপসারণ দাবি করে সংগঠনটির নেতা সিরাজুল ইসলাম ঢালী বলেন, অ্যাডভোকেট আজিজ স্বৈরাচারী কায়দায় বিভিন্ন ইউনিট কমিটি বাণিজ্য করে সংগঠনকে অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে। ২০১২ সালের ৫ নভেম্বর গঠিত কমিটি এখন পর্যন্ত কোনো বর্ধিত সভা করতে না পেরে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন।  

শহর কৃষক দলের সভাপতি ইকবালুর রহমান ইকবাল বলেন, জেলা কৃষক দলের স্বৈরাচার অ্যাডভোকেট আজিজ।

দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সাদেকুর রহমান সাদেক জানান, অনাস্থা প্রস্তাবের মাধ্যমে আহ্বায়ককে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবিলম্বে যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠন করে সংগঠনের চলমান অচলাবস্থা নিরসনের জন্য কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।