ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নিম গাছে আম ধরে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
‘নিম গাছে আম ধরে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, একজন বিচারপতি নিজেই প্রমাণ করেছেন ‘নিম গাছে আম ধরে না’। অবসরের পরও আপিল বিভাগে গিয়ে যুদ্ধাপরাধীর মামলা শুরু করে দিয়েছেন।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তিনি অবসরের পরও আপিল বিভাগে গিয়ে যুদ্ধাপরাধীর মামলা শুরু করে দিয়েছেন। আবার মিটিংও করেন, মিটিংয়ে ছবক দেন। বিচারপতি হতে গেলে নাকি নিয়ম-নীতি লাগবে। বলেন-নিম গাছে আম ধরে না। কিন্তু তিনি এখনও বিচারপতির বাড়িতে থাকছেন, গানম্যান ভোগ করছেন, গাড়ি চড়ছেন। এখন রাজাকারের মামলা করে ওনি নিজেই প্রমাণ করে দিয়েছেন যে, নিম গাছে আম ধরে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন একটা একটা ইট দিয়ে দেশটাকে মর্যাদার আসনে বসানোর চেষ্টা করছেন, তখন এসব কুলাঙ্গার, দালালেরা এগুলো নষ্ট করার চেষ্টা করছেন। এসব রুখে দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বক্তব্য দেওয়ার আগে মন্ত্রী মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

বাদৈর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন মান্দারপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) রাশেদুল কায়সার জীবন, ভাইস চেয়ারম্যান (সাধারণ) শাহীন সুলতানা, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়:  ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।