ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৯টি পদ্মাসেতু নির্মাণের ক্ষমতা সরকারের আছে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
৯টি পদ্মাসেতু নির্মাণের ক্ষমতা সরকারের আছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, পদ্মাসেতু নির্মাণে বিশ্বব্যাংকের কাছে মাথানত করেননি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের এখন একটি নয়, নয়টি পদ্মাসেতু নির্মাণ করার সক্ষমতা রয়েছে।

 
 
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
 
তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্র করে বিশ্বব্যাংকের কাছে বাঙালি জাতির উপর অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে দেশের উন্নয়ন বাধা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করেননি শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নে এখন কারও কাছে হাত পাততে হয়না।  
 
শেখ সেলিম স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ করে বলেন, জিয়াউর রহমানকে বিএনপি মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক দাবি করেন। কিন্তু তিনি পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করায় পাকিস্তানি সেনা অফিসার কর্নেল আসলাম জিয়াউর রহমানের কাছে সন্তুষ্টি প্রকাশ করে চিঠি দিয়েছেন যা আমার সংগ্রহে রয়েছে।
 
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
 
এ সময় আরও বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য অঞ্চল প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সি, আওয়ামী লীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আব্দুর রহমান, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁঞা, সুজিত রায় নন্দি প্রমুখ।
 
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, ইউসুফ আব্দুল্লাহ হারুন, রাজী মোহাম্মদ ফখরুল, সফিউল আলম ভাণ্ডারি, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তপন বক্সী প্রমুখ।
 
১৯৯২ সালে প্রথম ও ১৯৯৮ সালে দ্বিতীয় বার কুমিল্লা উত্তর জেলা কমিটি গঠনের ১৮ বছর পর তৃতীয় বারের মত গঠন করা হলো কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি।  
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।