ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভালো কাজ করে মরতে চান চুন্নু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ভালো কাজ করে মরতে চান চুন্নু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘যেহেতু সবাইকে মরতেই হবে, সেহেতু মারা যাওয়ার আগে ভাল কাজ করেই মরি। ’

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক শোক সভায়  এ মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।



কিশোরগঞ্জ জেলা সমিতির আজীবন সভাপতি সৈয়দ আমিনুল হক ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শফিউল হকের স্মরণে এ শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রকৌশলী মুহম্মদ ইউসুফ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক চুন্নু বলেন, ‘এখানে একটি বিষয় পরিষ্কার। আমাদের সবাইকে মরতেই হবে। যেহেতু সবাইকেই মরতে হবে, সেহেতু মারা যাওয়ার আগে ভাল কাজ করেই মরি। আমরা যারা বেঁচে আছি তাদের সবসময়ই ভাল কাজ করা উচিত। ভাল কাজ করে মৃত্যুবরণ করলে মানুষ তাকে ভালভাবে স্মরণ করে। ’

তিনি আরও বলেন, সৈয়দ আমিনুল হক ও সাংবাদিক শফিউল হক খুব ভাল মানুষ ছিলেন। তারা ভাল কাজ করে গেছেন। তাদের সে ভাল কাজগুলোকে যেন আমরা অনুসরণ করতে পারি। এ স্মরণ সভা থেকে এ হোক  আমাদের প্রত্যাশা।

শোক সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী বেপারী, মহাসচিব গাজীপুর জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ, সৈয়দ আমিনুল হকের ছেলে তাহসিন হক ও ভাই আনিসুল হক।

প্রসঙ্গত, সৈয়দ আমিনুল হক শিল্পপতি এবং শফিউল হক বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩,২০১৬
ইএস/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।