ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চকরিয়ায় ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
চকরিয়ায় ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কক্সবাজার: চকরিয়া পৌরসভা নির্বাচনে  মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৭৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।

এবার মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
চকরিয়া নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও দলীয় সূত্র জানায়, মনোনয়নপত্র জমাদানের শেষদিনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত নুরুল ইসলাম হায়দার, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি (জাপা) মনোনীত জসিম উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী ও পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল হাকিম দুলাল দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চকরিয়া পৌরসভার সংরক্ষিত নারী আসনে ১,২,৩ নম্বর ওয়ার্ডে চারজন, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে ১০ জন ও ৭, ৮,৯ নম্বর ওয়ার্ডে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ আসনে ১ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ২ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৩ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৪ নম্বর ওয়ার্ডে তিনজন, ৫ নম্বর ওয়ার্ডে আটজন, ৬ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৭ নম্বর ওয়ার্ডে সাতজন, ৮ নম্বর ওয়ার্ডে পাঁচজন ও ৯ নম্বর ওয়ার্ডে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
মনোনয়নপত্র বাছাই হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৪ মার্চ। ২০ মার্চ ভোট গ্রহণ হবে। ’
 
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।