ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আদালতের পথে আসলাম চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ১৬, ২০১৬
আদালতের পথে আসলাম চৌধুরী

ঢাকা: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে।

তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

তাকে আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পরে তার বিরুদ্ধে প্রযোজ্য আইন ও ধারায় মামলা করা হবে বলেও জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৬ মে) দুপুর একটা ২৫ মিনিটে মহানগর ডিবি কার্যালয় থেকে আসলাম চৌধুরীকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হয়েছেন ডিবি পুলিশ কর্মকর্তারা। মহানগর ডিবি’র ডিসি (উত্তর) শেখ নাজমুল আলম বিষয়টি জানিয়েছেন।  

এর আগে সকালে ডিবি’র যুগ্ম কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আমাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। এসব তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করা হচ্ছে। এর ভিত্তিতে কোন আইনের কোন ধারায় মামলা হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে দশদিনের রিমান্ডে আনার আবেদন জানানো হবে। এজন্য দুপুরে আদালতে তোলা হবে আসলাম চৌধুরীকে।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বাংলানিউজকে জানান, রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসজেএ/পিসি/এএসআর

** আসলাম চৌধুরীর দশদিনের রিমান্ড চাইবে ডিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।