ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ক্ষমতায় যেতে কারো সঙ্গে হাত মেলাবে না বিএনপি’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ১৬, ২০১৬
‘ক্ষমতায় যেতে কারো সঙ্গে হাত মেলাবে না বিএনপি’

ঢাকা: বিএনপি ক্ষমতায় যেতে কারো সঙ্গে হাত মেলাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।

তাই  ষড়যন্ত্র ও চক্রান্তের রাজনীতি করে না।

সোমবার (১৬ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দায়েরের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। তাই ক্ষমতায় যেতে কারো সঙ্গে হাত মেলায় না। তিন তিনবার ক্ষমতায় ছিল জনগণের ভোটে নির্বাচিত হয়ে। ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে বিএনপি।

‘আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়। তাই রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে একের পর এক মামলায় চার্জশিট দিচ্ছে। তারা মনে করে, খালেদা জিয়া বাইরে থাকলে জনগণের কাছে যাবেন। তা হলে তারা জোর জবরদস্তি করে বেশিদিন আর ক্ষমতায় থাকতে পারবে না। এ ভয়ে বিএনপি নেত্রীসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে  একের পর এক মামলা দিয়ে যাচ্ছে’।  

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাকে ‘সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বহির্প্রকাশ’ বলেও উল্লেখ করেন তিনি।

ফখরুল বলেন, আওয়ামী লীগ মনে করে, বিএনপি টিকে থাকলে এবার ২১ বছর নয়, ৪২ বছর ক্ষমতা থেকে দূরে সরে থাকতে হবে। বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানায়।

‘এই সরকার সম্পূর্ণভাবে ‘অনির্বাচিত ও অনৈতিক’। তারা ছলে-বলে কৌশলে ক্ষমতায় টিকে থাকতে চায়। অথচ এ আওয়ামী লীগই একদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। আজ তারাই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে’।

বর্তমান সরকারকে ‘জালেম ও স্বৈরাচার’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘জোর করে চেপে বসে থাকা’ এই সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তাই বিএনপিকে সকল গণতান্ত্রিক শক্তিকে একত্রে করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলেও মনে করেন তিনি।

শাসক দলকে বাধ্য করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠায় সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের উদ্যোগ নিতে। দেশের চলমান সংকট নিরসনে আলাপ-আলোচনার উদ্যোগ নিতে ক্ষমতাসীনদের প্রতি আহবানও জানান মির্জা ফখরুল।

ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে  আরো বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এমএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।