ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিংড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী-সমর্থকদের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ১৬, ২০১৬
সিংড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী-সমর্থকদের ওপর হামলা

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) নবীর উদ্দিন ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

নবীর উদ্দিন সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মামা শ্বশুর।

সোমবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় কলম বাজারে এই হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা নবীর উদ্দিনের নির্বাচনী অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেন।

স্থানীয়রা জানান, ২৮ মে অনুষ্ঠিতব্য কলম ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মামা শ্বশুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য নবীর উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী হন।

সোমবার ছেলে সজিব আহম্মেদসহ নেতাকর্মীদের নিয়ে নিজের নির্বাচনী প্রতীক আনারসের পক্ষে প্রচারণায় বের হন তিনি। তারা কলম বাজারে এলে সেখানে থাকা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মঈনুল হক চুনুর কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া করেন। এসময় তারা দৌড়ে তাদের নির্বাচনী অফিসে আশ্রয় নিলে সেখানে গিয়ে মারপিট করেন হামলাকারীরা। ঘটনার সময় নবীর উদ্দিনের নির্বাচনী অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। পরে ভাঙা ও পুড়িয়ে দেওয়া টেবিল-চেয়ার পাশের গুড়নদীতে ফেলে দেন তারা।  

এসময় নবীর উদ্দিন, তার ছেলে সজিব আহম্মেদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিনসহ চারজন আহত হন। এ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে বার বার বাঁধা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাস্থল থেকে জানিয়েছেন সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তাহের।

কলম ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি সিংড়ার নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামকে জানানো হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে সিংড়ার নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম জানান, তিনি উপজেলা সদর থেকে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।