বগুড়া: আসন্ন বাজেট কেন্দ্র করে বিভিন্ন দাবি জানিয়ে বগুড়ায় স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় মিছিল বের করা হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে জিডিপিতে অন্তর্ভুক্ত করা ও দুঃস্থ-অসহায় নারীদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার জন্য বাজেটে থোক বরাদ্দ রাখার দাবিতে একর্মসূচি পালন করেছে সংগঠনটি।
স্মারকলিপি দেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের জেলার আহ্বায়ক দিলরুবা নূরীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাসদের জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, মহিলা ফোরামের নেতা রেনু বালা, মালেকা বেগম, সাজেদা বেগম, ছাত্রনেতা কিবরিয়া হোসেন, রাধা রানী বর্মণ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এমবিএইচ/এএ