বরিশাল: বরিশালে মাদক মামলায় এনামুল হক বাহার নামে যুবলীগের এক নেতাকে ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ মে) বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত এনামুল হক বাহার নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল হকের ছেলে এবং মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। তিনি গত সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজ উল ইসলাম জানান, ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি রুপাতলী এলাকার শেরে বাংলা সড়কে অভিযান চালিয়ে ১৫৩ পিস ইয়াবাসহ এনামুল হক বাহারকে আটক করে র্যাব-৮।
এ ঘটনায় ওই দিনই বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় র্যাবের ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
থানার ওসি (তদন্ত) একেএম মতিয়ার রহমান একই সালের ২০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আরএ