রাজশাহী: রাজশাহীর চারঘাটে ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনকে হত্যা, বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।
জাহাঙ্গীর হোসেন মাস্টার উপজেলার শলুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় রাজশাহীর চারঘাট ও পুঠিয়া থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার হলিদাগাছী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন উপজেলার হলিদাগাছী জাগীরপাড়া গ্রামের ফকির মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে চারঘাট থানায় নাশকতাসহ বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সারা দেশে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়। তারই প্রেক্ষিতে ৫ জানুয়ারি পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে লাঠিসোঠা নিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে বিএনপি-জামায়াত।
এসময় পুলিশ তাদের বিক্ষোভ করতে নিষেধ করলেও বিএনপি-জামায়াত পুলিশকে লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ ও হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে চারঘাটের মাড়িয়া গ্রামের ছইমুদ্দিনের ছেলে মজিবার রহমান ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ বাদী হয়ে হত্যা, বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুঠিয়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
পুঠিয়া থানা পুলিশ তদন্তে বিএনপি নেতা জাহাঙ্গীর মাস্টারের সম্পৃক্ততা খুঁজে পায়। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হলিদাগাছী থেকে তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মে ২০, ২০১৬
এসএস/আরবি/বিএস