ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র আইসিইউতে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ২১, ২০১৬
‘গণতন্ত্র আইসিইউতে’ ছবি: দীপু মালাকার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের গণতন্ত্র আজ আইসিইউতে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২১ মে) দুপুরে  জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতন্ত্র ও বতর্মান প্রেক্ষাপট’ শীষর্ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলোচনার সবার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের সঙ্গে গণতন্ত্রের নাম জড়িত। তাই গণতন্ত্রের নাম নেয়ার আগে জিয়াউর রহমানের নাম নিতে হবে।

সরকারকে দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানান মোশাররফ হোসেন।

তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা মানুষের ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। তাই এই সরকার অবৈধ সরকার।

গণতন্ত্র আজ ভূলুন্ঠিত মন্তব্য করে তিনি বলেন, আজ আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। দিন দিন আইন-শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। এই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, সাবেক উপমন্ত্রী দীপন দেওয়ান, ড্যাবের সভাপতি এ.কে.এম আজিজুল হক, ড্যাবের সহ-সভাপতি এমএ কুদ্দুস, ড্যাবের যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ২১, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।