ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাঘায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
বাঘায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪

রাজশাহী: রাজশাহীর বাঘায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (২৪ মে) রাত ৯টার দিকে উপজেলার বাউশা ইউনিয়নের প্রেমতলী বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। এসময় দোকানপাট, মাইক ভাংচুরের ঘটনাও ঘটে।

আহতরা হলেন- বাঘা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আশরাফ আলী মলিন, বাঘা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শহিদুজ্জামান শহিদ, বিএনপির সমর্থক মকুল ও জমির।

এসময় মিজান নামে এক বিএনপি সমর্থকের মুদি দোকান ও মাইক ভাংচুর করা হয়। আহতদের বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, প্রেমতলী বাজারে রাত ৯টায় আওয়ামী লীগের সমর্থকরা বিএনপি প্রার্থী আশরাফ আলী মলিনের পোস্টার ছেঁড়েন। এ ঘটনার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।
 
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বাংলানিউজকে জানান, ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসএস/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।