কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথগ্রহণ করেছেন।
বুধবার (২৫ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় অনেকের মধ্যে কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক আনার কলি মাহবুব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুল ফেরদৌসসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, বুধবার শপথগ্রহণ হলেও ১০ আগস্ট তাদের ক্ষমতা হস্তান্তর করা হবে।
দৌলতপুরের নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-প্রাগপুর ইউপির আশরাফুজ্জামান মুকুল, মথুরাপুর ইউপির সর্দার হাশিম উদ্দিন হাসু, ফিলিপনগর ইউপির এ কে এম ফজলুল হক, মরিচা ইউপির শাহ আলমগীর, রামকৃঞ্চপুর ইউপির মো. সিরাজ মণ্ডল, চিলমারী ইউপির সৈয়দ আহমদ, হোগলবাড়িয়া ইউপির সেলিম চৌধুরী, পিয়ারপুর ইউপির আবু ইউসুফ লালু, রিফাইতপুর ইউপির জামিরুল ইসলাম বাবু, দৌলতপুর ইউপির মহিউল ইসলাম মহি, আদাবাড়িয়া ইউপির মো. মকবুল হোসেন, বোয়ালিয়া ইউপির মহিউদ্দিন বিশ্বাস, খলিশাকুন্ডি ইউপির সিরাজুল বিশ্বাস ও আড়িয়া ইউপির সাইদ আনছারী।
ভেড়ামারা উপজেলার চেয়ারম্যানরা হলেন-বাহাদুরপুরের সোহেল রানা পবন, মোকারিমপুরের আব্দুস সামাদ, বাহিরচরের রওশন আরা সিদ্দিকী, চাঁদগ্রামের আবুল হোসেন, ধরমপুরের শাহাবুল আলম লালু ও জুনিয়াদহের শাহেদ আহমেদ শওকত।
৩১ মার্চ দ্বিতীয় দফায় ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ২০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এনটি/এসআই