যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুজ্জামান ভোলার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর ও বাঘারপাড়ার সীমান্তবর্তী ভাটার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এতে গিয়াস উদ্দিন (৩০) নামে যুবলীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
বন্দবিলা ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোলা বাংলানিউজকে বলেন, তাকে হত্যার উদ্দেশ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের শওকত হোসেন মন্ডলের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ হামলা করেছে।
তিনি দাবি করেন, অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেলেও ২ রাউন্ড গুলি তার গাড়ি ভেদ করে ভেতরে বসে থাকা গিয়াস উদ্দিনের পায়ে বিদ্ধ হয় এবং আবুজার নামের আরও এক কর্মী আহত হয়। পরে স্থানীয় লোকজন জোটবদ্ধ হয়ে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পিছু হটে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রহিম জানান, গুলিটি গিয়াস উদ্দিনের হাড়ে গিয়ে আঘাত করেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দীন আহম্মেদ বলেন, সতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় বাড়ি পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বন্দবিলা ইউনিয়নে শওকত হোসেনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলেও তিনি বিএনপি নেতা বলে অভিযোগ পেয়ে তা বাতিল করা হয়। পরে সাইফুজ্জামান ভোলাকে মনোনয়ন দেওয়া হয়। তবে মনোনয়ন বদলের ওই চিঠি পৌঁছানোর আগেই নির্বাচন অফিস কার্যক্রম শুরু করায় কাগজে-কলমে পরিবর্তন হয়নি। ফলে সংশোধনী চিঠিতে সাইফুজ্জামান ভোলা মনোনয়ন পেলেও ইসির দেওয়া আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। এ নিয়ে গোটা ইউনিয়নে বেশ সমালোচনা চলছে।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এসআর