নাটোর: নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৯টি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর আড়াইটার দিকে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশিক্ষণ কমপ্লেক্সে জেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিতরা শপথগ্রহণ করেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।
লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বাংলানিউজকে জানান, একটি ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত থাকার কারণে এ ইউপিতে চেয়ারম্যান, একজন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্যের শপথগ্রহণ হয়নি।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ২৬, ২০১৬
আরবি/এসএইচ