ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মে ২৭, ২০১৬
বরিশালে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশাল: অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বরিশালে রেজাউল ইসলাম রেজা (২৬) নামে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।



শুক্রবার (২৭ মে) রাত পৌনে ১০টার দিকে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম রেজা জেলা ছাত্রলীগের কর্মী ছিলেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার গড়িপাশা এলাকার মৃত আ. ছত্তারের ছেলে ও বরিশাল পলিটেকনিক কলেজের সাবেক ছাত্র ছিলেন।

আহতরা হলেন, বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের মেকানিকেল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান ফাহিম (২০) ও মেহেদী হাসান (২০)। মুমূর্ষু অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের ইলেকট্রিকেল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, রাতে তারা তিনটি মোটরসাইকেলে করে রেজার নেতৃত্বে কলেজের দিকে আসছিলেন। কলেজের প্রধান ফটকের সামনে আসামাত্র কলেজের ছাত্র সাইদুল ও বহিরাগত আমিরকুটির এলাকার জাহিদ, রাকিবসহ ১০/১২ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা রেজা, ফাহিম ও মেহেদীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। খবর পেয়ে হোস্টেলের ছাত্ররা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কিছু সময় পর রেজার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনার পর ছাত্রলীগের কর্মীরা কলেজের সামনের একটি ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজের অপর ছাত্র আশিকুর রহমান জানান, হামলাকারী জাহিদ কলেজের কিছু ছাত্রের সঙ্গে সখ্যতা গড়ে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। সপ্তাহ খানেক আগে ধারালো অস্ত্র নিয়ে ছাত্রাবাসে গিয়ে ঝামেলা করার চেষ্টা চালালে তাকে ছাত্ররা পুলিশের হাতে তুলে দেয়।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, শুক্রবার রাত ১১টায় নগরীর টেক্সটাইল মিল এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কাওসার (১৮) নামে এক তরুণ গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মে ২৭, ২০১৬/আপডেট: ০৯১৫ ঘণ্টা, মে ২৮
আরএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।