ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জের কলাগাছিয়ায় লাঙল-নৌকা সমর্থকদের সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৬
নারায়ণগঞ্জের কলাগাছিয়ায় লাঙল-নৌকা সমর্থকদের সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চুনাভুরা এলাকায় নৌকা ও লাঙল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারী ও ছাত্রসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৭ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে লাঙল প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের সমর্থক দবিরউদ্দিন চৌধুরী (৪৫), এনামুল (৩২), শাহাদাৎ হোসেন (২৮), আলম চান উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাহাত (১৮), সাগর (২৫), বিল্লাল (২৮), শওকতকে (৩০) নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া লাঙলের সমর্থক টিপু (৫০), কবির (৩২), তৌফিক (২২), খাইরুল (৩৫) ও নৌকা প্রতীকের সমর্থক আরমান (৩০), দেলোয়ার (৩২), গিয়াস উদ্দিন বাবু (৬৪), তাসলিমা (৪৫), নাদিমকে (১৬) স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে একদল সমর্থক  মিছিল নিয়ে ঘারমোড়ার দিকে আসছিলেন। ঠিক ওই সময় অপরদিক থেকে লাঙল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন প্রধানের পক্ষে সমর্থকরা মিছিল নিয়ে আলীসারদী যাচ্ছিলেন। পথে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে চুনাভুরা এলাকায় উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষে প্রায় ২০ জন আহত হয়।

ঘটনার পরই ঘারমোড়া এলাকায় কলাগাছিয়া আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, আওয়ামী লীগ নেতা জিএম আরমান, জিএম আরাফাত, সুমন, অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, শাহীন তাহেরী, আবুল হক প্রমুখ।

বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। উভয় প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, উভয় পক্ষ থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।