চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাকিলা পারভীন (নৌকা) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৮ মে) বিকেল পৌনে ৩টায় উপজেলার শিবপুর বাস স্টেশন সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘোষণা দেন।
ঘোষণার পরপর হোমনা-গৌরীপুর সড়কে বিক্ষোভ মিছিল শুরু করে দলীয় নেতাকর্মীরা।
চেয়ারম্যান প্রার্থী শাকিলা পারভীন অভিযোগ করে বলেন, ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনীর যোগ সাজস্বে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফারুক হোসেন সরকারের (লাঙ্গল) লোকজন ইউনিয়নের প্রতি কেন্দ্রে তার এজেন্টদের উপর হামলা চালিয়ে কেন্দ্র থেকে বের করে ভোট ডাকাতি করে।
এছাড়া তিনি শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে সন্ত্রাসী বাহিনী।
জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী শাকিলা পারভিন ওই নির্বাচন বাতিল করে অবিলম্বে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসএইচ