ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হালুয়াঘাটে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৬
হালুয়াঘাটে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটের ভুবনকুড়া এলাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরুজ চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী রমজান আলীর নির্বাচনী প্রচারণা চলাকালে মুখোমুখি অবস্থান নেন। পরে কথা কাটাকাটির জের ধরে তাদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি জানান, সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।